• মুর্শিদাবাদে জোড়া দুর্ঘটনা, আহত একাধিক
    আজকাল | ২৩ এপ্রিল ২০২৪
  • ‌‌আজকাল ওয়েবডেস্ক:‌ মঙ্গলবার মুর্শিদাবাদে জোড়া দুর্ঘটনা। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদে নবগ্রাম থানার পমিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি টোটো এবং বেসরকারি ছোট গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন প্রায় সাত জন। গুরুতর আহতরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার সকালে টোটো গাড়িটি পলসন্ডা মোড় থেকে বহরমপুরে যাচ্ছিল। তখন বহরমপুরমুখী একটি ছোট বেসরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটিকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। এরপর রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মারে গাড়িটি। টোটোটি রাস্তার পাশে উল্টে যায়। টোটো চালক আহত হন। প্রত্যক্ষদর্শীদের কথায়, ছোট গাড়িটিতে প্রায় ছয় জন যুবক ছিলেন। তারা শান্তিপুরের দিকে যাচ্ছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে টোটো এবং তার পরে গাছে ধাক্কা মারে। গাড়িতে থাকা প্রায় সকলেই আহত হয়েছেন। চার জনকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত টোটো চালকের বাড়ি নবগ্রাম থানার গৌরাঙ্গডাঙ্গা গ্রামে বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার ভোরে ফরাক্কা থানার এনটিপিসি মোড়ে একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে চারটি বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারার ফলে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ডাম্পারটি ঝাড়খণ্ড থেকে ফরাক্কায় আসছিল। চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনা বলে অনুমান। ভোর সাড়ে তিনটে নাগাদ চারটি বিদ্যুতের স্তম্ভে ধাক্কা মারার ফলে গোটা এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই দমকল ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলাকায় আসেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। ফরাক্কা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ডাম্পারটিকে সরিয়ে নিয়ে যায়। তবে ডাম্পার চালক এবং খালাসি পলাতক। 
  • Link to this news (আজকাল)