• নৌসেনার মহড়া চলাকালীন মাঝ আকাশে সংঘর্ষ দুই হেলিকপ্টারের, মৃত ১০
    বর্তমান | ২৩ এপ্রিল ২০২৪
  • কুয়ালালামপুর, ২৩ এপ্রিল: নৌসেনার বিশেষ অনুষ্ঠানের জন্য মহড়া চলছিল। ঠিক তখনই দুর্ঘটনার কবলে পড়ল দুটি কপ্টার। যার ফলে মৃত্যু হল ১০ জনের। রয়্যাল মালয়েশিয়ান নৌসেনার প্যারেড অনুষ্ঠানের জন্য মহড়ায় ব্যস্ত ছিল সমস্ত কপ্টার। আজ, মঙ্গলবার সকালে মালয়েশিয়ার লুমুটের নৌসেনা ঘাঁটিতে সেই মহড়া চলাকালীন আচমকাই মাঝ আকাশে দুটি হেলিকপ্টার কাছাকাছি চলে আসে। যার ফলে ওই দুই নৌসেনার কপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনার জেরে পাইলট সহ ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার নৌবাহিনী। দুর্ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা যাচ্ছে মহড়ার জন্য একাধিক নৌসেনার কপ্টার আকাশে উড়তে শুরু করে। তখনই দুটি কপ্টার খুবই কাছাকাছি চলে আসে ও একটি হেলিকপ্টারের রোটারের সঙ্গে অন্যটির সংঘর্ষ হয়। তারপরেই মাটিতে আছড়ে পড়ে কপ্টার দুটি। সঙ্গে সঙ্গেই ছুটি যায় নৌসেনার আধিকারিকরা। মৃতদেহ গুলি উদ্ধার করে লুমুট সেনা হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কীভাবে ঘটল এই দুর্ঘটনা? তদন্ত হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার নৌবাহিনীর এক আধিকারিক।
  • Link to this news (বর্তমান)