• Rainfall Update : জ্বালাপোড়া গরম আর মাত্র কয়েকদিন, ঘনিয়েছে ঘূর্ণাবর্ত, আসছে ঝেঁপে বৃষ্টি
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • তাপপ্রবাহের জ্বালা থেকে যেন কিছুতেই রেহাই মিলছে না। স্বস্তির বৃষ্টির অপেক্ষায় চাতক পাখির মতো চেয়ে আছে দেশবাসী। অথচ চিটেফোঁটা বৃষ্টি নেই। বরং উত্তরোত্তর গরম বাড়ছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলিও ভয়ংকর লু বইবার সম্ভাবনা দেশের একাধিক রাজ্যে। লোকসভা ভোট রয়েছে আগামী শুক্রবার। রাজনৈতিক উত্তাপের মধ্যেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ফলে রোদ চশমা আর ছাতা নিয়েই বুথে বুথে লাইন দিতে হবে ভোটারদের।কোথায় কোথায় হিটওয়েভIMD-র পূর্বাভাস মোতাবেক, মারাত্মক হিটওয়েভ চলবে পশ্চিমবঙ্গে। আগামী চারদিন বাংলার একাধিক জেলায় বইবে মারাত্মক লু। একইরকমের পরিস্থিতি থাকবে কর্নাটকেও। ওডিশায় আগামী ২৫ ও ২৬ এপ্রিল, উত্তর প্রদেশে ২৬ এপ্রিল, বিহারে ২৬ এপ্রিল পর্যন্ত এবং ঝাড়খণ্ডে ২৫ ও ২৬ এপ্রিল লু বইবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

    কোন কোন অংশে বৃষ্টির পূর্বাভাস?মঙ্গলবার মৌসম ভবনের জারি করা লেটেস্ট আপডেট বলছে, 'উত্তর পূর্ব অসমে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব অংশে। এর ফলে একাধিক অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

    হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত। অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এই সময়ের মধ্যেই।

    হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং সঙ্গে বজ্রপাত হবে পশ্চিমবঙ্গ এবং সিকিমেও। বৃষ্টি হতে পারে ওডিশা এবং ঝাড়খণ্ডেও।

    আবহাওয়া দফতরের পূর্বাভাস বলা হয়েছে, একটি ঘূর্ণাবর্ত পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণ মারাঠাওয়ারা এবং সংলগ্ন পশ্চিম বিদর্ভতে। দক্ষিণ ছত্তিশগড় থেকে দক্ষিণ কেরালা পর্যন্ত এর প্রভাব পড়তে পারে। কর্নাটকেও এর জেরে বৃষ্টিপাত হতে পারে। মহারাষ্ট্র, যা এই মুহূর্তে তাপপ্রবাহে পুড়ছে এই ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টির মুখ দেখতে চলেছে। হালকা বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে সেখানে। অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, মধ্য প্রদেশ এবং ছত্তিশগড়ে ২৫ এবং ২৬ এপ্রিল IMD পূর্বাভাস মোতাবেক বৃষ্টিপাত হতে পারে। ২৬ এপ্রিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কেরালায়। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে তামিলনাড়ুতেও। দিল্লিতে আগামী ২৮ এপ্রিল পর্যন্ত পরিষ্কার থাকবে আকাশ। তাপমাত্রা সর্বোচ্চ থাকবে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দুর্বিসহ এই গরমে থেকে রেহাই পেতে IMD-র পূর্বাভাস বাস্তবায়িত হওয়ার অপেক্ষায় দিন গুণছে দেশবাসী।
  • Link to this news (এই সময়)