• সম্পত্তির পরিমাণ প্রায় ৬ হাজার কোটি! দেশের ইতিহাসে ধনীতম লোকসভা প্রার্থী কে?
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • ডা. পেম্মাসানি চন্দ্রশেখর, তেলগু দেশম পার্টির গুণ্টর লোকসভা কেন্দ্রের প্রার্থী। সম্প্রতি নির্বাচন কমিশনে তিনি মনোনয়ন জমা করেছেন। তাঁর হলফনামায় উল্লেখ সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠেছে। কত হাজার কোটি টাকার মালিক এই TDP প্রার্থী?প্রবাসী চিকিৎসক ডা. পেম্মাসানি চন্দ্রশেখর কেবলমাত্র এ বছর লোকসভা নয়, সর্বকালের সমস্ত নির্বাচনে দাঁড়ানো ধনী প্রার্থীদের মধ্যে অন্যতম। হলফনামা অনুযায়ী, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ রয়েছে এই TDP প্রার্থীর। ২০২২-২৩ সালে তাঁর রোজগারের পরিমা ৩ লাখ ৬৮ হাজার ৮৪০ টাকা।তাঁর স্ত্রী, কোনেরু শ্রীরত্নের আয়ের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৬৮০ টাকা।

    ডা. পেম্মাসানি চন্দ্রশেখরের অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ২ হাজার ৩১৬ কোটি টাকা। এর মধ্যেই রয়েছে একাধিক ফিক্সড ডিপোজিট এবং অন্যান্য বিনিয়োগ। তাঁর স্ত্রী কোনেরু শ্রীরত্নের নামে অস্থাবর সম্পত্তি রয়েছে মোট ২ হাজার ২৮৯ কোটি টাকার। এ ছাড়াও এই দম্পতির স্থাবর সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৭২ কোটি ২৪ হাজার ২৪৫ এবং ৩৪ কোটি ৮২ লাখ ২২ হাজার ৫০৭ টাকা। তবে এই স্বামী-স্ত্রীর মাথায় রয়েছে ঋণের বোঝাও। ডা. পেম্মাসানি চন্দ্রশেখরের নামে রয়েছে ৫১৯ কোটি টাকার ঋণ। স্ত্রীর নামেও রয়েছে সমপরিমাণ লোন। দেশ এবং বিদেশ মিলিয়ে মোট ১০১ সংস্থায় দম্পতির শেয়ার রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের জেপি মর্গান চেজ ব্যাঙ্কে এই দম্পতির ১ হাজার ১৩৮ কোটি টাকার ঋণ রয়েছে।

    ইন্টারনাল মেডিসিনে এমডি ডা. পেম্মাসানি চন্দ্রশেখর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গিসিংগার মেডিক্যাল সেন্টার ইন ড্যানিভাইল থেকে ডাক্তারি পড়েছেন। ২০০৫ সাল তিনি জাক্তারি পাশ করে দেশে ফেরেন। ১৯৯৯ সালে অন্ধ্র প্রদেশের ডা. এনটিআর ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস থেকে এমবিবিএস করেছেন। ডা. পেম্মাসানি চন্দ্রশেখরের নামে কোনও ফৌজদারি মামলা নেই।

    অন্ধ্র প্রদেশের গুণ্টুর আসনে লোকসভার ভোটগ্রহণ রয়েছে আগামী ১৩ মে। এই লোকসভা কেন্দ্রটি বরাবরই TDP এবং YSRCP-র যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। রাজ্য শাসকদলের পক্ষ থেকে এই কেন্দ্রে ডা. পেম্মাসানি চন্দ্রশেখরের মুখোমুখি কে ভেঙ্কটা রোসাইয়া। ২০১৯ সালের লোকসভা ভোটে YSRCP-র মদুগুলা বেণুগোপালা রেড্ডি ৫ লাখ ৮৩ হাজার ৭১৩টি ভোট পেয়ে হেরে গিয়েছিলেন TDP-র গাল্লা জয়দেবের কাছে। তিনি পেয়েছিলেন ৫ লাখ ৮৭ হাজার ৯১৮টি ভোট।
  • Link to this news (এই সময়)