Muslim Population In India : মুসলিমদের সন্তান সংখ্যা সত্যিই কি বেশি? কী বলছে তথ্য
এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
মুসলিমদের ঘরে একাধিক সন্তান নিয়ে কটাক্ষ করে নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে তোলপাড় দেশ। রাজস্থানে লোকসভা নির্বাচের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের দেশের সম্পদ বহিরাগতদের মধ্যে বিলিয়ে দিতে চাইছে। যাদের ঘরে অনেক অনেক বাচ্চা, তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হবে আপনার কষ্ট করে অর্জিত অর্থ।' তিনি যে মুসলিমদের দিকে নিশানা করেছেন, তা বুঝতে কারও বাকি নেই। তবে সত্যিই কি মুসলিমদের ঘরেই কেবলমাত্র একাধিক সন্তান হয়? কী বলছে জনগণনা রিপোর্ট?ধর্মের ভিত্তিতে করা জনগণনা রিপোর্ট এখন ১৩ বছর পুরনো। ধর্মীয় গোষ্ঠী ভিত্তিক জনসংখ্যা নিয়ে তারপর থেকে কোনও তথ্য মেলেনি। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি রিপোর্টে এই সম্পর্কিত কিছু তথ্য দেওয়া হয়েছে।
দেশে বেড়েছে মুসলিম জনসংখ্যা২০১১ সালের জনগণনা অনুযায়ী, দেশে মুসলিম জনসংখ্যা ছিল ১৭.২২ কোটি। যা সে সময়কার ভারতের মোট জনসংখ্যার (১২১.০৮ কোটি) ১৪.২ শতাংশ। ২০০১ সালের জনগণনা অনুযায়ী, দেশের মোট মুসলিম জনসংখ্যা ছিল ১৩.৮১ কোটি। সে সময় দেশের মোট জনসংখ্যা ছিল ১০২.৮ কোটি। অর্থাৎ মুসলিম জনসংখ্যা ছিল মোট জনসংখ্যার ১৩.৪৩ শতাংশ। ২০০১ থেকে ২০১১ সাল অর্থাৎ ১১ বছরে ভারতে মুসলিম জনসংখ্যা বেড়েছে ২৪.৬৯ শতাংশ। ১৯৯১ থেকে ২০০১ সালের মধ্যে মুসলিম জনসংখ্যা বেড়েছিল ২৯.৪৯ শতাংশ।
ধর্ম ভিত্তিক মধ্য পরিবারের সদস্য সংখ্যান্যাশনাল স্যাম্পেল সার্ভের ৬৮তম রাউন্ড অনুযায়ী, ২০১১ সালের জুলাই মাস থেকে ২০১২ সাল পর্যন্ত ধর্মভিত্তিক মধ্যবিত্ত পরিবারের সদস্য সংখ্যার একটি বিস্তারিত ডেটা পাওয়া যায়।
ধর্ম পরিবারের সদস্য সংখ্যা
হিন্দু ৪.৩
মুসলিম ৫
খ্রিস্টান ৩.৯
শিখ ৪.৭
অন্যান্য ৪.১
মুসলিমদের মধ্যে বেকারত্বের পরিসংখ্যানলেবার ফোর্স পার্টিসিপেশন রেট (LFPR) এবং ওয়ার্কার পপুলেশন রেশিও (WPR) ক্ষেত্রে ডেটা অনুযায়ী মুসলিমরাই সবচেয়ে পিছিয়ে। ন্যাশনাল স্যাম্পেল সার্ভিস অফিসের তথ্য বলছে এটা একমাত্র ধর্মীয় গোষ্ঠী যাদের এই দুই ক্ষেত্রেই পরিসংখ্যান ক্রমশ নিম্নমুখী। দেশের সার্বিক বেকারত্বের হারের থেকে যদিও মুসলিমদের মধ্যে বেকারত্বের হার কম।
লেবার ফোর্স পার্টিসিপেশন রেট (LFPR) অর্থাৎ কত শতাংশ মানুষ কর্মরত। ওয়ার্কার পপুলেশন রেশিও (WPR) অর্থাৎ নির্দিষ্ট গোষ্ঠীর কত সংখ্যক মানুষ গড়ে এই মুহূর্তে কর্মরত।