• ‘এটা আদালতের রায়, BJP-র ষড়যন্ত্র কোথায়?’ চাকরি বাতিল নিয়ে মন্তব্য অমিত শাহর
    এই সময় | ২৩ এপ্রিল ২০২৪
  • সোমবার হাইকোর্ট রাজ্যে প্রায় ২৬ হাজার প্রার্থীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে। যা নিয়ে সরগরম রাজ্য রাজনীতিতে। সেই ইস্যু নিয়ে মঙ্গলবার সরব হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। এই রায় হাইকোর্ট দিয়েছে, এতে বিজেপির ষড়যন্ত্র কোথায়? প্রশ্ন তোলেন অমিত শাহ।মঙ্গলবার মালদা দক্ষিণ কেন্দ্রের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে একটি রোড শো করেন অমিত শাহ। এরপর রায়গঞ্জের বিজেপি প্রার্থীর হয়ে একটি জনসভায় অংশগ্রহণ করেন তিনি। এদিনের সভা থেকেই এসএসসি চাকরি বাতিলের বিষয়টি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন অমিত শাহ। এদিন অমিত শাহ বলেন, ‘চাকরি বাতিল নিয়ে যা নির্দেশ তা তো হাই কোর্টের। এর পিছনে বিজেপির ষড়যন্ত্র কোথায়?’ তিনি আরও জানান, হাইকোর্ট চাকরি বাতিল করেছে সোমবার। এর আগে তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর বাড়ি থেকে ৫১ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। কাটমানি নিয়ে চাকরি দুর্নীতি বাংলায় আটকানো প্রয়োজন বলেও দাবি করেন তিনি।

    প্রসঙ্গত, এই রায়কে দুর্ভাগ্যজনক বলে দাবি করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূল প্রার্থী তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এটি সম্পূর্ণ ত্রুটিপূর্ণ রায়। কারও কারও ক্ষেত্রে অভিযোগ ছিল। তবে ৭৫ শতাংশ ক্ষেত্রে তো অভিযোগ ছিল না। সেক্ষেত্রে কী করে এই রায় হয়?’ তিনি উল্লেখ করেন, এই রায় সুপ্রিম কোর্টে গেলে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হবে। সব শিক্ষককে নিশ্চিন্তে থাকার আবেদন জানান তিনি।

    Abhishek Banerjee on Amit Shah : শাহী উচ্চারণে বালুরঘাট হল বেলুরঘাট! কটাক্ষ অভিষেক-কুণালের

    এই রায় নিয়ে গতকালই একটি জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা। এটা বিজেপির বিচারালয়। বিজেপি যেখানে বসে বিচার করে, রাজনৈতিক বিচার। তাঁর কথায়, এতে বিচারপতিদের দোষ নেই। এখানে কেন্দ্রীয় সরকার দেখে দেখে লোক বসিয়েছে। বিজেপির থেকে যেটা বলে দেওয়া হয়, সেটাই ড্রাফট করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের এদিন সমালোচনা করেন অমিত শাহ।

    হাইকোর্টের রায়ের পর দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন যোগ্য চাকরি প্রার্থীরাও। তাঁরাও ইতিমধ্যে কলকাতায় প্রতিবাদ আন্দোলন শুরু করে দিয়েছেন। কয়েকজন চাকরি প্রার্থীদের জন্য পুরো প্যানেল কেন বাতিল করে দেওয়া হল, সে ব্যাপারেও সরব হয়েছেন তাঁরা। বিষয়টি নিয়ে আগামী দিনে তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।
  • Link to this news (এই সময়)