• কোন হেভিওয়েটের বিরুদ্ধে কে? বাংলার ৪২ আসনের সম্পূর্ণ প্রার্থিতালিকা দেখুন
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রথম দফার ভোট সম্পন্ন। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কেন্দ্রে ভোট সম্পন্ন হয়েছে গত ১৯ এপ্রিল। আগামী ২৬ এপ্রিল আরও তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট কেন্দ্রে নির্বাচন রয়েছে। কোন কেন্দ্রে কোন দলের হয়ে কে প্রার্থী হয়েছেন, দেখে নিন বিস্তারিত।দেখে নিন পুরো প্রার্থী তালিকা একনজরে

    নির্বাচনী কেন্দ্রতৃণমূল কংগ্রেসবিজেপিসিপিএমআইএসএফকংগ্রেস1কোচবিহারজগদীশ চন্দ্র বসুনিয়ানিশীথ প্রামাণিকনীতিশ চন্দ্র রায়পিয়া রায় চৌধুরী2আলিপুরদুয়ারপ্রকাশ চিক বরাইকমনোজ টিগ্গামিলি ওরাওঁ3জলপাইগুড়িনির্মল চন্দ্র রায়জয়ন্ত কুমার রায়দেবরাজ বর্মণ4দার্জিলিংগোপাল লামারাজু বিস্তাডাঃ মুনীশ তামাং5রায়গঞ্জকৃষ্ণ কল্যাণীকার্তিক চন্দ্র পালআলী ইমরান রামজ6বালুরঘাটবিপ্লব মিত্রসুকান্ত মজুমদারজয়দেব সিদ্ধান্তডাঃ মোজাম্মেল হক7মালদা দক্ষিণশাহনওয়াজ আলী রায়হানশ্রীরূপা মিত্র চৌধুরীঈশা খান চৌধুরী8মালদা উত্তরপ্রসূণ বন্দ্যোপাধ্যায়খগেন মুর্মুমহম্মদ সোহেলমোস্তাক আলম9মুর্শিদাবাদআবু তাহের খানগৌরী শংকর ঘোষমহম্মদ সেলিমহাবিব সেখ10জঙ্গিপুরখলিলুর রহমানধনঞ্জয় ঘোষশাহাজান বিশ্বাসমোঃ মুর্তোজা হোসেন11বহরমপুরইউসুফ পাঠাননির্মল কুমার সাহাঅধীর রঞ্জন চৌধুরী12কৃষ্ণনগরমহুয়া মৈত্রঅমৃতা রায়এস এম সাদীআফরোজা খাতুন13রানাঘাটমুকুটমণি অধিকারীজগন্নাথ সরকারঅলোকেশ দাস14বর্ধমান পূর্বডাঃ শর্মিলা সরকারঅসীম কুমার সরকারনীরব খান15বর্ধমান-দুর্গাপুরকীর্তি আজাদদিলীপ ঘোষসুকৃতি ঘোষাল16আসানসোলশত্রুঘ্ন সিনহাসুরিন্দর সিং আলুওয়ালিয়াজাহানারা খান17বিষ্ণুপুরসুজাতা মণ্ডলসৌমিত্র খাঁশীতল কেবার্তা18বাঁকুড়াঅরূপ চক্রবর্তীসুভাষ সরকারনীলাঞ্জন দাশগুপ্ত19বীরভূমশতাব্দী রায়মিল্টন রশিদ20বোলপুরঅসিত কুমার মালপ্রিয়া সাহাশ্যামলী প্রধান21ঝাড়গ্রামকালিপদ সোরেনপ্রণত টুডুবাপি সোরেন22পুরুলিয়াশান্তিরাম মাহাতোজ্যোতির্ময় সিং মাহাতোধীরেন্দ্র নাথ মাহাতোনেপাল মাহাতো23তমলুকদেবাংশু ভট্টাচার্যঅভিজিৎ গঙ্গোপাধ্যায়সায়ন বন্দ্যোপাধ্যায়মহিউদ্দিন আহমেদ24কাঁথিউত্তম বারিকসৌমেন্দু অধিকারী25মেদিনীপুরজুন মালিয়াঅগ্নিমিত্রা পালবিপ্লব ভট্ট26ঘাটালদীপক অধিকারী দেবহিরন্ময় চট্টোপাধ্যায়তপন গঙ্গোপাধ্যায়ডাঃ পাপিয়া চক্রবর্তী27শ্রীরামপুরকল্যাণ বন্দ্যোপাধ্যায়কবির শঙ্কর বোসদ্বীপ্সিতা ধর28হুগলিরচনা বন্দ্যোপাধ্যায়লকেট চট্টোপাধ্যায়মনদীপ ঘোষশাহরিয়ার মল্লিক29আরামবাগমিতালী বাগঅরূপ কান্তি দিগারবিপ্লব কুমার মৈত্র30হাওড়াপ্রসূন বন্দ্যোপাধ্যায়ডঃ রথীন চক্রবর্তীসব্যসাচী চট্টোপাধ্যায়31উলুবেড়িয়াসাজদা আহমেদঅরুণ উদয় পাল চৌধুরীমফিকুল ইসলামআজহার মল্লিক32বারাসতকাকলি ঘোষ দস্তিদারস্বপন মজুমদারপ্রবীর ঘোষতাপস বন্দ্যোপাধ্যায়33বসিরহাটহাজী নুরুল ইসলামরেখা পাত্রনিরাপদ সর্দারমহম্মদ শহিদুল ইসলাম মোল্লা34বনগাঁবিশ্বজিৎ দাসশান্তনু ঠাকুরদীপক মজুমদারপ্রদীপ বিশ্বাস35ব্যারাকপুরপার্থ ভৌমিকঅর্জুন সিংদেবদূত ঘোষজামির হোসেন36দমদমসৌগত রায়শীলভদ্র দত্তসুজন চক্রবর্তী37কলকাতা উত্তরসুদীপ বন্দোপাধ্যায়তাপস রায়প্রদীপ ভট্টাচার্য38কলকাতা দক্ষিণমালা রায়দেবশ্রী চৌধুরীসায়রা শাহ হালিম39যাদবপুরসায়নী ঘোষডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায়সৃজন ভট্টাচার্যনুর আলম খাঁ40জয়নগরপ্রতিমা মণ্ডলঅশোক কান্ডারীমেঘনাথ হালদার41মথুরাপুরবাপি হালদারঅশোক পুরকাইতডাঃ শরৎ চন্দ্র হালদারঅজয় কুমার দাস42ডায়মন্ড হারবারঅভিষেক বন্দ্যোপাধ্যায়অভিজিৎ দাসপ্রতীক উর রহমানমজনু লস্কররাজ্যের ৪২টি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি। এছাড়া ৩২টি কেন্দ্রে সিপিএম, ১৬টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে আইএসএফ। এছাড়া ১১টি কেন্দ্র লড়াই করছে কংগ্রেসের প্রার্থী।
  • Link to this news (এই সময়)