• Fact Check : ভাইরাল ভিডিয়োর ভিড় কি মোদীর সভার আগের মুহূর্তের? জেনে নিন সত্যিটা
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৪
  • সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ছবি বা ভিডিয়ো পোস্ট করেন ইউজাররা। তবে অনেক সময়ই সেগুলির সত্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে প্রচুর জন সমাবেশ দেখা যাচ্ছে। আর সেই ভিডিয়োটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজস্থানের জালোরের সভার আগের মুহূর্ত বলে দাবি করা হচ্ছে।ইউজাররা কী দাবি করছেন?যাঁরা ওই ক্লিপিংটি শেয়ার করছেন তাঁরা দাবি করেন, "আজ রাজস্থানের জালোরে দুপুর ২টোয় এবং বাঁশওয়াড়ায় বিকাল ৪টেয় মোদীজির সভা। এটি সভার আগের দৃশ্য। এই দৃশ্য কংগ্রেসকে কাঁপিয়ে দিতে পারে। ১০ লাখ মানুষ এই সমাবেশে যোগ দিতে পারেন। অশোক গেহলটের ছেলে জালোরের কংগ্রেস প্রার্থী (sic)।' Facebook এবং X-এ একাধিক ইউজার এই একই দাবি করে পোস্ট শেয়ার করেন৷

    ভাইরাল সভার ভিডিয়োর স্ক্রিনশট

    আসল সত্যিটা কী?সংবাদমাধ্য দ্য ক্যুইন্ট ভিডিয়োটির ফ্যাক্ট চেক করতে গিয়ে জানতে পারে সেটি কমপক্ষে ২০১৯ সালের এপ্রিল মাসের হতে পারে এবং তার সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সভার কোনও সম্পর্ক নেই।

    কমেন্টের ্স্ক্রিনশট

    কী ভাবে জানা গেল সত্য?দ্য ক্যুইন্ট লক্ষ্য করে যে বেশ কয়েকজন ইউজার মন্তব্য কমেন্টে লিখেছেন যে ভিডিয়োটি আসলে ২০১৯ সালের এবং সেখানে একটি কংগ্রেসের সভা দেখান হয়েছে। এরপর 'jalore Rajasthan congress rally' শব্দ ব্যবহার করে গুগলে সার্চ করা হয় এবং শুধুমাত্র ২০১৯-এর জন্য পোস্টগুলি ফিল্টার করা হয়। তাতে কংগ্রেসের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আপলোড করা একই রকম একটি ভিডিয়ো পাওয়া যায়। সেই ভিডিয়োতেও প্রচুর মানুষের সমাগম দেখা যায়। সেই ভিডিয়োটি ২০১৯ সালের ২৭ এপ্রিল শেয়ার করা হয়েছিল। সেই ভিডিয়োর ক্যাপশনে ছিল, 'রাজস্থানের জালোরে মেগা সমাবেশে কংগ্রেস সভাপতি রাহুলগান্ধীকে দেখতে ও শুনতে লাখ লাখ মানুষ এসেছিলেন, যা দেখার মতো ছিল।' এরপর ফেসবুকে হিন্দিতে রিলেটেড কি ওয়ার্ড দিয়ে সার্চ করেও একটি ক্লিপ পাওয়া যায়। সেটি ২০১৯ সালের ২৫ এপ্রিল আপলোড করা হয়েছিল।

    কংগ্রেসের ইনস্টাগ্রাম পেজের স্ক্রিনশট

    প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্বে ২১ এপ্রিল জালোরে জনতার উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী কংগ্রেসকে নিশানা করে বলেন দেশ কংগ্রেসকে তাদের 'পাপের' জন্য শাস্তি দিচ্ছে।

    সবশেষে দ্য ক্যুইন্ট জানাচ্ছে, তারা স্বাধীনভাবে ভিডিয়োটির প্রেক্ষাপট যাচাই করতে পারেনি। তবে এটা স্পষ্ট যে ভিডিয়োটি পুরানো এবং রাজস্থানের জালোরে প্রধানমন্ত্রী মোদীর সাম্প্রতিক সভার সঙ্গে সেটির কোনও সম্পর্ক নেই।

    (This story was originally published by the quint and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)