শুরুটা হয়েছিল আমির খানকে দিয়ে। এরপর একে একে রণবীর সিং, আল্লু আর্জুনের মতো তারকাদের নানা ছবি-ভিডিয়ো ভাইরাল হয়। লোকসভা ভোটে নির্দিষ্ট দলের হয়ে প্রচার করছেন এই তারাকারা। এমনটাই দাবি ওঠে। যদিো প্রত্যেকেই সেটি অস্বীকার করেছেন এবং ভিডিয়ো বা ছবি ডিপফেক বলে প্রমাণিত হয়েছে। দায়ের হয়েছে FIR-ও। এবার সেই তালিকায় যুক্ত হলেন মহেন্দ্র সিং ধোনি।কী দাবি করা হয়েছে?সম্প্রতি টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে তিনি ২০২৪ লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে প্রচার করছেন। একাধিক অ্যাকাউন্ট থেকে এটি আপলোড করা হয়েছে। প্রত্যেকেই ক্যাপশনে লিখেছেন, 'ধোনি কংগ্রেসকে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন।'
ধোনির একটি ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেটি সাত হাজার অ্যাকাউন্ট থেকে শেয়ার হয়েছে।
অনুসন্ধানধোনির এই ভিডিয়ো এবং ছবির সত্যতা যাচাইয়ে অনুসন্ধান চালায় দ্য কুইন্ট। দেখা যায় যে ছবিটি ছড়িয়ে দেওয়া হয়েছে সেটি ২০২০ সালের অক্টোবর মাসের। IPL-এ তাঁর টিম এক্স হ্যান্ডেলে ছয় মিলিয়ন ফলোয়ার পাওয়ার পর সেলিব্রেশনে মেতেছিলেন মহেন্দ্র সিং ধোনি।
এই ছবির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ পদ্ধতি ব্যবহার করা হয়। গুগল লেন্সের সাহায্য নিয়ে এই ছবিটি চেন্নাই সুপার কিংসের ইনস্টাগ্রাম থেকেও পাওয়া যায়। ২০২০ সালের ৫ অক্টোবর ছবিটি CSK-র অফিসিয়াল পেজ থেকে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'অ্যান্দ্রি ফিলড থালা ধারিসানম'। তাদের এক্স হ্যান্ডেল পেজ ৬ মিলিয়ন ফলোয়ার পাওয়ায় সেলিব্রেশনে মাতে ধোনি ও তাঁর টিম। একইদিনে CSK-র এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে এই ছবিটিই পোস্ট করা হয়। একটি ভিডিয়োও পোস্ট করা হয়। অন্য দলের খেলোয়াড়রা তাদের অভিনন্দন জানাচ্ছেন, সেটিই পোস্ট করে চেন্নাই সুপার কিংস।
View this post on InstagramA post shared by Chennai Super Kings (@chennaiipl)
সত্যিটা কী?অতএব, মহেন্দ্র সিং ধোনির ছবি এবং ভিডিয়ো, যা রাতারাতি লোকসভা নির্বাচনের মধ্যে ভাইরাল করা হচ্ছে তা ভুয়ো। ডিপফেক পদ্ধতি ব্যবহার করে ধোনির এই ছবি-ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হচ্ছে। ২০২০ সালের ছবিটিকে ২০২৪-এর বলে দেখানো হচ্ছে। যা সম্পূর্ণ মিথ্যা।
This article was originally published by The Quint and later translated and edited by Ei Samay Digital