সিলিং ফ্যানের গতি কমালেই বিদ্যুতের বিল (Electric Bill) কমানো যেতে পারে বলে ধারণা অনেকেরই রয়েছে। অনেকে মনে করেন ফ্যানের রেগুলেটরের (Regulato
নম্বরগুলির কম-বেশিতেও বিদ্যুতের বিল কমানো যেতে পারে। ফ্যানের স্পিড সর্বোচ্চ নম্বর থেকে কমিয়ে ৪ কিংবা ৩-এ আনলে ইলেকট্রিকের বিল কমানোর ধারণা একটা রয়েছে। সেই ধরাণার বাস্তবতা নিয়েই রইল এই বিশেষ প্রতিবেদন।