জমজমাট ভোটের লড়াই। আগামী শুক্রবার রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট। তার আগে তুলকালাম প্রচার শাসক-বিরোধী সব পক্ষের। দিনভর সভা-সমাবেশ, রোড শো এবং একে অপরকে জোর টিপ্পনি! নানা ইস্যুতে একে অন্যকে আক্রমণ। দিনভর কে কাকে বিঁধলেন? কার নিশানায় কোন নেতা? এসব নিয়েই রইল আজকের ‘নেতা-উবাচ’!