প্রায় ৬ বছর পারে হতে চলল। এখনও বিচারের আশায় বুক বেঁধে আছে দাঁড়িভিটে (Darivit) নিহত তাপস বর্মন ও রাজেশ সরকারের পরিবার। তাঁদের ভরসা এখন আদালত। অভিযোগ, ২০১৮ সালের ২০ সেপ্টেম্বর পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এই দুই যুবকের। সেদিন উত্তর দিনাজপুরের ইসলামপুরের (Islampu