দিঘায় হুলস্থূল-কাণ্ড। রাজ্যের সৈকত নগরীতে এখন পর্যটকদের (Tourists) উপচে পড়া ভিড়। হোটেলে-হোটেলে বুকিং কানায়-কানায় পূর্ণ। দাবদাহের পরিস্থিতির মধ্যেও পর্যটকদের বিপুল ভিড়ে রাজ্যের এই সমুদ্র শহর যেন গমগম করছে। এরই মধ্যে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। যা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে দিঘায় (Digha)।