Mamata Banerjee On SSC Verdict: হাইকোর্টের এসএসসি রায়: প্রচারে আজও তেড়েফুঁড়ে আক্রমণ মমতার, দিলেন বার্তাও
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Mamata Banerjee At Bhatar Campaign:
সোমবার এসএসসি নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে ‘বেআইনি’ বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। আদালতকে ‘বিজেপির বিচারালয়’ বলে তোপ দেগেছিলেন। ২৪ ঘন্টার বেশি সময় পার। একই ইস্যুতে মঙ্গলবারও বিজেপি ও আদালতকেই নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিলেন চাকরিহারাদের পাশে থাকার।