Ambati Rayudu Claim: আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাবে! বিস্ফোরক দাবি করে ঝড় এবার টিম ইন্ডিয়ার প্রাক্তনীর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Ambati Rayudu on Mumbai Indians, MI vs CSK:
এবছর আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স গোড়া থেকেই খারাপ। সোমবার রাজস্থান রয়্যালসের কাছে হেরেছে মুম্বই শিবির। আর, তারপরই মুম্বই দলের পরিস্থিতি নিয়ে যা শোনালেন প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ড়ু, তা ক্রিকেট দুনিয়ায় ঝড় তোলার জন্য যথেষ্ট। খুব বেশিদিন হয়নি, তিনি ক্রিকেটার জীবন থেকে অবসর নিয়েছেন! সেই রায়ডু জানালেন, আম্বানির মুম্বইয়ে খেললে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়। রাজস্থানের বিরুদ্ধে এমআইয়ের হারের পর রায়ডু একথা জানিয়েছেন।