• কোথায় হবে আইএসএল ফাইনাল' দৌড়ে এগিয়ে কারা'
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আজ থেকে শুরু আইএসএল সেমিফাইনাল। প্রথমে সেমির প্রথম লেগে মুখোমুখি মোহনবাগান-ওড়িশা। মঙ্গলবারই আইএসএল ফাইনালের ভেন্যুর আভাস দিল আইএসএল। ফাইনালিস্টদের মধ্যে যে লিগ টেবিলের ওপরের দিকে ছিল তাঁদের ঘরের মাঠে হবে ফাইনাল। অর্থাৎ যদি মোহনবাগান ফাইনালে ওঠে, তাহলে প্রতিপক্ষ নির্বিশেষে খেলা হবে কলকাতায়। যদি মোহনবাগান না ওঠে তাহলে বাকি দুই ফাইনালিস্টের মধ্যে যে দল লিগ পর্বে টেবিলের ওপরে দিকে শেষ করেছে, তাঁদের ঘরের মাঠে হবে ফাইনাল। তাই কলকাতার পাশাপাশি আইএসএল ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বই এবং গোয়াতেও। কারণ প্রথম তিনে শেষ করেছে মোহনবাগান, মুম্বই এবং গোয়া। ভেন্যু চূড়ান্ত হওয়ার পর ফাইনালের টিকিট বিক্রি শুরু হবে। অর্থাৎ আইএসএল ফাইনাল কোথায় হবে সেটা জানতে অন্তত ২৮ এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জেতে মোহনবাগান। অন্যদিকে নক আউট ম্যাচে কেরল ব্লাস্টার্স এবং চেন্নাইন‌ এফসিকে হারিয়ে শেষ চারে ওঠে ওড়িশা এবং গোয়া। পরিস্থিতি যা তাতে ফাইনাল আয়োজনের দৌড়ে এগিয়ে কলকাতা এবং মুম্বই। 
  • Link to this news (আজকাল)