• এস এন ইউ-তে পালিত হল ‘বিশ্ব পৃথিবী দিবস’
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক : প্রতি বছর ২২ এপ্রিল পালন করা হয় ‘বিশ্ব পৃথিবী দিবস’। এই বিশেষ দিনটি পালনের একটিই উদ্দেশ্য রয়েছে। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়ানোই হল এর লক্ষ্য। পৃথিবীতে ক্রমাগত বেড়েই চলেছে জলবায়ু পরিবর্তন, বন্যা, খরা, বিভিন্ন ধরনের দূষণ, বৈশ্বিক উষ্ণায়নের মতো নানা সমস্যা। সাধারণ মানুষকে এবিষয়ে সচেতন করাই বিশ্ব পৃথিবী দিবসের একমাত্র লক্ষ্য। আই আই সি এবং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির স্কুল অব আ্যাগ্রিকালচারাল সায়েন্সের পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। একটি সেমিনারের আয়োজন করা হয়েছিল যেখানে পৃথিবীকে রক্ষা করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এদিনের আলোচনায় অংশ নেন টেরাট্রাইবাল এনভায়নমেন্টাল কনসারভেন্সি সলিউশনের ডিরেক্টর নীলাদ্রি দাশগুপ্ত এবং এস এন ইউ-র স্কুল অব অ্যাগ্রিকালচারাল সায়েন্সের ডিন ডা. আফতাবাজ জামান। 
  • Link to this news (আজকাল)