• ফুড এসআইয়ের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের মামলায় সিআইডি তদন্তের নির্দেশ আদালতের
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খাদ্য দপ্তরে সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ দায়ের হওয়া মামলায় আজ, মঙ্গলবার এমনই নির্দেশ দিল আদালত। গত ১৬ এবং ১৭ মার্চ ছিল খাদ্য দপ্তরের ফুড সাব-ইন্সপেক্টর পদের পরীক্ষা। পরীক্ষার আগেই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে মোট সাতটি এফআইআর দায়ের হয়েছিল। সেইসঙ্গে হাইকোর্টেরও দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা। আজ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সব পক্ষের জবাব শুনে এই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। দায়ের হওয়া এফআইআর-এর প্রেক্ষিতে তদন্তের ভার তুলে দেওয়া হয়েছে এডিজি সিআইডিকে। আগামী ২২ মে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। ওইদিনই এই মামলার পরবর্তী শুনানি হবে।
  • Link to this news (বর্তমান)