মাঠেই মহিলার সঙ্গে...! চরম পরিণতির শিকার আন্তর্জাতিক তারকা
২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শিরোনামে আন্তর্জাতিক ফুটবলার সৈয়দ হোসেইন হোসেইনি (Hossein Hosseini)। ইরানের জাতীয় দলের গোলরক্ষক পারসিয়ান গাল্ফ প্রো লিগে (Persian Gulf Pro League) খেলেন এস্তেঘাল ফুটবল ক্লাবের (Esteghlal Football Club) হয়ে। ছয় ফুট দুই ইঞ্চির ৩১ বছরের গোলকিপার মাঠে অজান্তেই করে ফেলেছেন 'বড় ভুল'! যার জন্য় তাঁকে দিতে হচ্ছে চরম খেসারত। ইরানের আরাকে অবস্থিত ইমাম খোমেনি স্টেডিয়ামে এস্তেঘালের মুখোমুখি হয়েছিল অ্যালামিনিয়াম আরাককে। এই খেলা চলাকালীন আচমকাই এক মহিলা ফ্যান গ্য়ালারি থেকে ছুটে আসেন। নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে ঢুকে পড়েন মাঠে। এরপর সটান জড়িয়ে ধরেন হুসেনকে। এরপর নিরাপত্তারক্ষীরা সেই মহিলাকে ছাড়ানোর চেষ্টা করেন হুসেনের থেকে। নিরাপত্তারক্ষীরাই হোসেইনকে গার্ড দিয়ে নিয়ে যান সাজঘরেও। ততক্ষণে মহিলা ছুটে চলে এসেছেন স্ট্যান্ডেও। পুরো ঘটনায় ফ্য়ানরা প্রচণ্ড রেগেও যান।নিরাপত্তারক্ষীদের উদ্দেশ্য়ে গ্য়ালারি থেকে এবার 'লজ্জা লাগা দরকার' স্লোগান উঠতে থাকে। মহিলা মাঠে ছুটে আসার সময়ে তাঁর হিজাবটিও পড়ে গিয়েছিল মাঠে। তাঁর চুলও দেখা যায়। সেই ১৯৭৯ সাল থেকে ইরানে মহিলাদের হিজাব বা হেডস্কার্ফ একেবারে বাধ্য়তামূলক। ইরানিয়ান দৈনিক খবর ভরজেশি জানিয়েছে যে, হোসেইন হোসেইনিকে নাকি এবার ৪৪০০ ইউরো জরিমানা দিতে হবে। পাশাপাশি তাঁকে নির্বাসিত করা হয়েছে এক ম্য়াচের জন্য়। হোসেইনির বিরুদ্ধে নিরাপত্তারক্ষীদের সঙ্গে দুর্ব্য়বহারের অভিযোগও এসেছে। অপেশাদারিত্বের পাশাপাশি অখেলোয়াড় সুলভ আচরণের জন্য় এহেন নিদান হোসেইনিকে! যিনি দেশের জার্সিতে ১১ বার গোলপোস্টের নীচে দায়িত্ব সামলেছেন। ২০১৮ সালে ইরানের ফুটবলের নবজাগরণ হয়েছিল। ৩৯ বছর মাঠে এসে মহিলাদের খেলা দেখার ফতোয়া উঠে গিয়েছিল। ফুটবল স্টেডিয়ামে বসে খেলা দেখার অধিকার চেয়ে প্রায় দুই লক্ষ ইরানি মহিলা সই করে পিটিশন জমা দিয়েছিলেন ফিফার কাছে। তার পরই ফিফার তরফে ইরান ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন আসে।