• 'কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর...' তৃণমূল বিধায়ককে শোকজ কমিশনের!
    ২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৪
  • সুতপা সেন: নির্বাচনী জনসভা থেকে ভোটারদের হুমকি? বিপাকে উত্তর দিনাজপুরের চোপড়ার তৃণমূল বিধায়ক  হামিদুল রহমান। শুভেন্দু অঘিকারীর অভিযোগের ভিত্তিতে তাঁকে শোকজ করল নির্বাচন কমিশন।

    প্রথম দফার লোকসভা ভোট শেষ। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হবে দার্জিলিংয়ে। সঙ্গে রায়গঞ্জে ও বালুরঘাটে। পাহাড়ে এবার তৃণমূল প্রার্থী গোপাল লামা। তাঁর সমর্থনের চোপড়ারই মাঝিয়াল গ্রাম পঞ্চায়েতের চুয়াগাড়ি চৌরঙ্গী মোড়ে এক নির্বাচনী জনসভা বক্তব্য রেখেছিলেন স্থানীয় বিধায়ক। কবে? ১১ এ্রপ্রিল।এদিকে বিধায়কের সেই বক্তব্যে ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল ভিডিয়ো হামিদুলকে বলতে শোনা যায়, 'যে বিরোধী ভোটার তৃণমূল কংগ্রসকে ভোট দেবেন না, ২৬ এপ্রিল ভোটের পর কেন্দ্রীয় বাহিনী চলে যাবে। এলাকার বাহিনীর সঙ্গেই থাকতে হবে। সেই সময় কিছু হলে তাঁরা যেন বলতে না আসেন'।বিধায়কের আরও বক্তব্য, 'মূল্য়বান ভোট নষ্ট করবেন না। বাঁদরামি করবেন না। ২৬ তারিখ কেন্দ্রীয় বাহিনী চলে যাবে, তারপর আমাদের বাহিনী থাকবে। তখন অভিযোগ করবেন না, আমরা কী হল'। কমিশনের অভিযোগ দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারী।
  • Link to this news (২৪ ঘন্টা)