CSK vs LSG, IPL 2024 Highlights: স্টোইনিস ঝড়ে তছনছ চেন্নাই! ধোনিদের হারিয়ে খলনায়ক সেই মুস্তাফিজুর
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Chennai Super Kings vs Lucknow Super Giants IPL 39th Match Highlights:
ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস (সিএসকে)-কে আট উইকেটে হারিয়েছিল লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)। তারপর মঙ্গলবার ফের মুখোমুখি হয়েছিল দুই দল। চেন্নাইয়ের মাঠেও লখনউ জয়ী হল। ৬ উইকেটে হারাল চেন্নাইকে। মার্কাস স্টোইনিস ৬৩ বলে ১৩টি চার এবং ৬টি ছয় সহযোগে অপরাজিত ১২৪ রান করেন। দীপক হুডা ৬ বলে ২টি চার এবং ১টি ছয় সহযোগে করেন অপরাজিত ১৭ রান। চেন্নাইয়ের পরাজয়ের প্রধান কারণ, তাদের নির্ভরযোগ্য পেসার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। প্রথম ওভারে মাত্র চার রান দেওয়া মুস্তাফিজুর বাকি তিন ওভারে রানের বন্যা বইয়ে দেন। ৩ ওভার ৩ বলে তিনি দিয়েছেন ৫১ রান। পাশাপাশি, জোড়া বাউন্ডারি মিস করেছেন দীপক চাহার। আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের মাঠে এটাই সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির। পাশাপাশি, এদিনই এবারের আইপিএলে একটি ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রান করে নজির গড়লেন লখনউয়ের স্টোইনিস।