• প্রথমবার মহিলা উপাচার্য পেল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়
    বর্তমান | ২৪ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন নাইমা খাতুন। ১২৩ বছরের ইতিহাসে এই প্রথম কোনও মহিলা এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর চেয়ারে বসলেন। রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর অনুমোদনের পরই শিক্ষা মন্ত্রক উপাচার্য হিসেবে নাইমার নাম ঘোষণা করে। উল্লেখ্য, ১৯২০ সালে বেগম সুলতান জাহান এই বিশ্ববিদ্যালয়ের আচার্য হয়েছিলেন। তারপর উপাচার্য হিসেবে এই প্রথম দায়িত্বভার গ্রহণ করছেন কোনও মহিলা।

    জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ), জামিয়া মিলিয়া ইসলামিয়ার পর আরও একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হলেন কোনও মহিলা। জেএনইউতে  উপাচার্য  পদে রয়েছেন শান্তিশ্রী ধুলিপুদি পণ্ডিত। আর ২০২৩ সালে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে নাজমা আখতারের। জানা গিয়েছে, নাইমা খাতুন মনস্তত্ত্বে পিএইচডি করেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকেই। এখানেই মনস্তত্ত্ব বিভাগে লেকচারার হিসেবে কাজ শুরু করেন ১৯৮৮ সালের আগস্টে। অ্যাসোসিয়েট প্রফেসর হন ১৯৯৮ সালের এপ্রিলে। প্রফেসর পদে উন্নীত হন ২০০৬ সালের জুলাইয়ে। ২০১৪ সালের জুলাইয়ে তিনি উইমেন্স কলেজের অধ্যক্ষ হন।
  • Link to this news (বর্তমান)