প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মঙ্গলসূত্র এবং সোনা” মন্তব্যের জন্য এবার পাল্টা দিলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। কড়া আক্রমণ শানিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মঙ্গলবার বলেছেন যে তাঁর মা সোনিয়া গান্ধীর মঙ্গলসূত্র দেশের স্বার্থে বলি দেওয়া হয়েছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী নীতি-নৈতিকতা বিসর্জন দিয়ে প্রকৃত সমস্যা থেকে জনগণকে বিভ্রান্ত করতে নাটকে লিপ্ত হয়েছেন।