• Modi: ‌দ্বিতীয় দফা ভোটের দিন মালদায় সভা করবেন মোদি
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ২৬ এপ্রিল দ্বিতীয় দফার ভোট রয়েছে দেশে। ভোট হবে পশ্চিমবঙ্গের দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে। আর শুক্রবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সভা করবেন উত্তর ও দক্ষিণ মালদায়। প্রসঙ্গত, ২০১৯ সালে উত্তর মালদায় জিতেছিলেন বিজেপির খগেন মুর্মু। আর দক্ষিণ মালদায় সামান্য ব্যবধানে হারেন বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরী। এবারও ওই প্রার্থীদের সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে খবর, লোকসভা ভোটের প্রচারে বাংলায় প্রায় ১৫টি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচন ঘোষণার পরে কোচবিহার এবং জলপাইগুড়িতে দু’টি সভা করেছেন তিনি। বালুরঘাট এবং রায়গঞ্জেও সভা করেছেন। ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থ বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে আরও খবর, আগামী দিনে দক্ষিণবঙ্গে বর্ধমান–দুর্গাপুর, আসানসোল, বীরভূম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথিতে সভা করবেন মোদি। দক্ষিণ ২৪ পরগনায় একটি সভা করতে পারেন মোদি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বোলপুর, বনগাঁ, তমলুক, ঘাটাল, দমদম, বসিরহাট, বারাসত ও কলকাতায়।
  • Link to this news (আজকাল)