• SSC Job Scam At Supreme Court : বাতিল গোটা প্যানেল, চাকরিহারা ২৫,৭৫৩ জন! হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৪
  • SSC নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার কলকাতা হাইকোর্ট ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিল করেছিল। ২০১৬ সালে নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং গ্রুপ সি ও ডিদের নিয়োগের প্রেক্ষিতে এই রায়। রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিল, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে তাঁরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। সূত্রের খবর, বুধবার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য।জানা গিয়েছে, সর্বোচ্চ আদালতে স্পেশাল লিভ পিটিশন (SLP) দায়ের করেছে রাজ্য। এই আবেদনে বলা হয়েছে, 'মহামান্য হাইকোর্ট রাজ্যকে এই ধরনের একটি পরিস্থিতির মোকাবিলা করার জন্য পর্যাপ্ত সময় না দিয়ে অবিলম্বে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল করেছে এবং সমগ্র নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছে। যা শিক্ষা ব্যবস্থাকে স্থির করে দিয়েছে।'

    এদিকে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে নির্দেশ ছিল, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের ১৫ দিনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করতে হবে। এই বিষয়টিও আবেদনে সর্বোচ্চ আদালতের নজরে এনেছে রাজ্য, সূত্রের খবর এমনটাই। উল্লেখ্য, সোমবার কলকাতা হাইকোর্টের রায়ের পরেই এসএসসি ও রাজ্য সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছিল তাঁরা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা চিন্তা করছেন।

    SSC Scam: বাতিল ২৫ হাজারেরও বেশি চাকরি, নিয়োগ দুর্নীতি মামলায় রায়দান হাইকোর্টের

    প্রসঙ্গত, ২০১৬ সালের বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে নবম-দশম ও একাদশ-দ্বাদশে শিক্ষক এবং গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে চাকরির জন্য প্রায় ২৩ লাখ পরীক্ষার্থী পরীক্ষা দেয়। মোট শূন্যপদের সংখ্যা ছিল ২৪ হাজার ৬৪০টি। নিয়োগ করা হয়েছিল ২৫ হাজার ৭৫৩ জনতে। এর জন্য সুপার নিউমেরিক বা অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল ১ হাজার ১১৩টি। সোমবার রায়ে সকলের নিয়োগ বাতিল করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

    SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সোমবার বলেছিলেন, 'CBI তদন্ত করেছে দেড় বছর ধরে এবং পাঁচ হাজার জনের ক্ষেত্রে গরমিল পেয়েছিল। আর রিপোর্ট SSC ও আদালতে দেয়। তার উপর ভিত্তি করে শুনানি হয়েছিল। সুপ্রিম কোর্ট তাই স্পেশাল বেঞ্চে বিবেচনা করার জন্য পাঠিয়েছিল। কেন ২৫ হাজারের চাকরি বাতিল করা হল?' তিনি বলেন, 'প্রাথমিকভাবে এই রায় অত্যন্ত কঠোর মনে হচ্ছে। পুরো রায় না পড়া পর্যন্ত বুঝতে পারব না।'
  • Link to this news (এই সময়)