• Mathura Lok Sabha : সম্বল মাত্র ৬ হাজার, মথুরায় কোটিপতি হেমা মালিনীকে কড়া চ্যালেঞ্জ এক সাধুর
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৪
  • 'বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী'। সাংসদ হওয়ার লড়াইয়ে কেউ কাউকে এক চুলও জমি ছাড়তে নারাজ। নির্বাচন কমিশন সতর্ক করা সত্ত্বেও ভোটে টাকা ওড়ানোর অভিযোগ উঠছে বহু রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে। অথচ ভোটে লড়াইয়ে খরচের মাত্রা বেঁধে দিয়েছে কমিশন।নির্বাচন কমিশনের নিয়ম মতো কোনও প্রার্থী সর্বাধিক ৯৫ লাখ টাকা খরচ করতে পারবেন। আবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় এমন প্রার্থীও রয়েছে যাদের পকেটে ১০ হাজার টাকা পর্যন্ত নেই।

    উত্তর প্রদেশের মথুরা লোকসভা কেন্দ্রে এ বছর BJP-র টিকিটে ফের লড়ছেন হেমা মালিনী। তাঁকে চ্যালেঞ্জ জানিয়েছেন দরিদ্রতম প্রার্থীদের মধ্যে অন্যতম প্রবেশানন্দ পুরী।

    ২০২৪ সালের লোকসভা নির্বাচনে একের পর এক প্রার্থী তাঁদের হলফনামায় চমক আনছেন। কোটি কোটি টাকার সম্পত্তির কথা জানিয়ে নির্বাচন কমিশনে মনোনয়ন জমা করছেন প্রার্থীরা। লোকসভা বোটের দ্বিতীয় দফার প্রার্থীদের মধ্যে অন্যতম ধনী হেমা মালিনী। আগামী ২৬ এপ্রিলের নির্বাচনী পর্বে উত্তর প্রদেশের আটটি আসনে ভোটগ্রহণ হবে। তার মধ্যে সবচেয়ে ধনী BJP-র মথুরার প্রার্থীই। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৭৮ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ২২৭ টাকা। আমরোহা আসনের BJP প্রার্থী কুঁয়ার সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ ২১৪ কোটি টাকার বেশি।

    উত্তর প্রদেশের সবচেয়ে দরিদ্র প্রার্থী লড়ছেন হেমা মালিনীর বিরুদ্ধেই। মথুরা আসন থেকে ভোটে লড়ছেন প্রবেশানন্দ পুরী। তাঁর মোট সম্পত্তির পরিমাণ মাত্র ছয় হাজার টাকা। প্রবেশানন্দ নির্দল প্রার্থী হিসেবে লোকসভার লড়াইয়ে নেমেছেন। তিনি মথুরার বলদেব পটলৌনির নগলা মোহনে অবস্থিত পরম জ্ঞান আশ্রমে থাকেন। ৬৩ বছরের প্রবেশানন্দ পুরী মন্দিরে সেবা করেই তিনি রোজগার করেন।

    লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রচুর সংখ্যক প্রার্থী রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ কোটি কোটি টাকা। ১৪০ জন প্রার্থী রয়েছেন দ্বিতীয় দফায় যাদের সম্পত্তি পাঁচ কোটি টাকার বেশি। ১১২ জন রয়েছেন যাদের সম্পত্তি দু'কোটি থেকে পাঁচ কোটির মধ্যে। আবার ৩৫৩ জন প্রার্থী জানিয়েছেন তাঁদের সম্পত্তির পরিমাণ ১০ লাখ টাকার কম। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ৫ কোটি ১৭ লাখ টাকা। এই দফার সবচেয়ে দরিদ্রদের মধ্যে দ্বিতীয় দফায় রয়েছেন মহারাষ্ট্রের নান্দেরের নির্দল প্রার্থী লক্ষ্মণ নাগোরাও পাটিল, কেরালার কাসারগড়ের নির্দল প্রার্থী রাজেশ্বরী কে আর এবং আমরাবতীর প্রার্থী প্রুতভিশমরত মুকিন্দরাও। তাঁদের সম্পত্তির পরিমাণ যথাক্রমে ৫০০ টাকা, ১০০০ টাকা এবং ১০০০ টাকা।
  • Link to this news (এই সময়)