ফের প্রতিপক্ষের কাছে হাজির বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায়। গত সোমবার গিয়েছিলেন আলিমুদ্দিন স্ট্রিটে বামফ্রন্ট চেয়ারম্যান বিমাস বসুর বাড়িতে। বুধবার বেলা গড়াতেই তাপস পৌঁছে যান সেন্ট্রাল এভিনিউতে মন্ত্রী শশী পাঁজার বাড়ি! মন্ত্রী তখন বাড়িতেই ছিলেন। শ্যামপুকুর বিধানসভা এলাকার নানা বিষয় নিয়ে বৈঠক করছিলেন। বিজেপি প্রার্থী তথা বিগত বহু বছরের সতীর্থকে দেখে রীতিমত চমকে যান শশীদেবী। তবে প্রতিপক্ষ প্রার্থীকে বাড়িতে অভ্যর্থনা জানান তিনি।