• Supreme Court: ‘আমরা নির্বাচন নিয়ন্ত্রণ করতে পারি না’, VVPAT’র ১০০ শতাংশ ‘ক্রস-চেকিংয়ে’র দাবিতে সিদ্ধান্ত সংরক্ষণ সুপ্রিম কোর্টের
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
  • ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট এবং ভোটার ভেরিফাইয়েবল পেপার অডিট ট্রেল (ভিভিপিএটি) স্লিপের ১০০ শতাংশ ক্রস-চেকিংয়ের দাবিতে সুপ্রিম কোর্ট আজ তার রায় সংরক্ষণ করেছে । আদালত বলেছে, ‘কারিগরি বিষয়ে কমিশনের ওপর আস্থা রাখতে হবে।’ আদালত আরও বলেছে, নির্বাচন কমিশন সব প্রশ্নের জবাব দিয়েছে। মামলার শুনানিকালে আদালত বলেছে, আমরা সন্দেহের ভিত্তিতে আদেশ দিতে পারি না। আদালত নির্বাচনের নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)