Explained: সত্যি কি দেশের জন্য নিজের সোনার গয়না উৎসর্গ করেছিলেন ইন্দিরা? জানুন আসল কাহিনী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Indira Gandhi:
সম্প্রতি কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়ে নির্বাচনী জনসভা থেকে আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেছেন, কংগ্রেস ক্ষমতায় এলে মা-বোনেদের ঘরের সোনার গয়নাগাটি কেড়ে নেবে। এমনকী মঙ্গলসূত্র পর্যন্ত ছাড়বে না। তাতেও হাত দেবে। পাল্টা এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। তিনি বলেছেন, ভারত-চিন যুদ্ধের সময় ইন্দিরা গান্ধী নিজের গয়না দেশের জন্য উৎসর্গ করেছিলেন। এই দাবির নেপথ্যে সত্যিটা কী, আদৌ ইন্দিরা এই কাজ করেছিলেন? দেখে নিন ইতিহাস কী বলছে।