Realme narzo 70 5G: ১৫ হাজারের কমে পান ৮ জিবি র্যাম, রকেট গতিতে চার্জিং, সেলফিতে অবাক হতে বাধ্য হবেন!
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Realme ভারতে দুটি নতুন ফোন Realme Narzo 70 5G এবং Realme Narzo 70X 5G লঞ্চ করেছে। দুটি ফোনেই 45W SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি রয়েছে। প্রথমত, দামের কথা বলতে গেলে, Realme Narzo 70 5G-এর 6GB RAM + 128GB স্টোরেজ বিকল্পের দাম রাখা হয়েছে 14,999 টাকা, আর ফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা রাখা হয়েছে।