Hardik Pandya-Mumbai Indians: মাঠেই নেতা হার্দিকের নির্দেশ অমান্য মুম্বই পেসারের! প্রস্তুত রোহিতের আদেশ পালনেই, নতুন ভিডিওয় হঠাৎ ঝড়
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৪ এপ্রিল ২০২৪
Hardik Pandya as Mumbai Indians captain:
খেলা চলাকালীন মাঠের মধ্যেই দলনেতা হার্দিক পান্ডিয়ার নির্দেশ অমান্য করলেন মুম্বই ইন্ডিয়ান্সের পেসার আকাশ মাধওয়াল! বরং একনিমেষে পালন করলেন রোহিত শর্মার নির্দেশ। মুম্বই ইন্ডিয়ান্সের এই নতুন ভিডিও সামনে আসার পর থেকে রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়। এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের পারফরম্যান্স অত্যন্ত খারাপ। তার কারণ নিয়ে নানা কাটাছেঁড়া চলছে। তার মধ্যেই সামনে এল হার্দিক পান্ডিয়া আর আকাশ মাধওয়ালের এই দৃশ্য।