• ফের হামলা হলে ইজরায়েলকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের ...
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ইরানি ভূখণ্ডের ওপর ফের কোনও হামলা হলে ইজরায়েলি ভূখণ্ড নিশ্চিহ্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি।মঙ্গলবার পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন তিনি।রায়িসি বলেন, “যদি ইজরায়েল আবারও ইরানের ওপর হামলা করে তাহলে ইজরায়েল আর থাকবে না।”ইরানি প্রেসিডেন্ট ইজরায়েলকে হুমকি দিয়ে বলেন, “যদি ইজরায়েল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমতাকে লঙ্ঘন করে তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।”গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইজরায়েল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ১৩ এপ্রিল রাতে ইজরায়েলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইজরায়েল। দেশটির ইস্ফাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইজরায়েলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এছাড়া ইজরায়েলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।পরবর্তীতে ইজরায়েলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইজরায়েলি কর্তৃপক্ষ।
  • Link to this news (আজকাল)