• ‌গাজায় গণকবর থেকে মিলল ৩০০ মৃতদেহ
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ এপ্রিলের শুরুতেই প্যালেস্তাইনের গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা করে ইজরায়েল। তারপরই শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরের সন্ধান মেলে। সেই গণকবর থেকে এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের দেহ উদ্ধার হয়েছে। খান ইউনিসের সিভিল ডিফেন্সের পরিচালক কর্নেল ইয়ামেন আবু সুলেমান জানান, ‘নাসের মেডিকেল কমপ্লেক্সে পাওয়া গণকবর থেকে সোমবার ৭৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এই নিয়ে মোট ২৮৩টি দেহ উদ্ধার হল।’‌ তিনি জানিয়েছেন, কিছু দেহ হাত–পা বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তাদের জীবিত কবর দেওয়া হয়েছিল নাকি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তা জানা যায়নি। তবে বেশিরভাগ মৃতদেহ পচে গেছে। 
  • Link to this news (আজকাল)