• ‌ ভোটের আগে মণিপুরে আইইডি বিস্ফোরণ, ভেঙে পড়ল সেতুর একাংশ
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আইইডি বিস্ফোরণে মণিপুরে ভেঙে পড়ল সেতুর একাংশ। প্রসঙ্গত, শুক্রবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ রয়েছে দেশে। মণিপুরেও রয়েছে ভোট। তার আগে মঙ্গলবার গভীর রাতে এই বিস্ফোরণ। জানা গেছে, কাঙ্গপোকপি জেলায় একাধিক আইইডি বিস্ফোরণে ভেঙে পড়ে সেতুটির একাংশ। যদিও এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে ইম্ফল এবং ডিমাপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী দু’নম্বর জাতীয় সড়কে যানজট বৃদ্ধি পায়। মণিপুরের ইম্ফল ও নাগাল্যান্ডের ডিমাপুরের মধ্যে সংযোগরক্ষাকারী সেতুটি মঙ্গলবার রাত ১২.‌৪৫ নাগাদ বিস্ফোরণে আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কোনও জঙ্গি গোষ্ঠী এই বিস্ফোরণের দায় এখনও স্বীকার করেনি। তদন্ত শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে বাহিনী। অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি।প্রসঙ্গত, ১৯ এপ্রিল প্রথম দফার ভোটে অশান্তি হয়েছিল ইনার মণিপুরে। এবার আউটার মণিপুরে ভোটের আগে এই ঘটনা। আওয়াঙ্গ সেকমাই এবং লুয়াংস‌াংগোল গ্রামে লাগাতার চলছে গুলি বিনিময়। সেই জেলাতেই বিস্ফোরণে ভেঙে পড়ল সেতুর একাংশ। 
  • Link to this news (আজকাল)