• ‌প্রয়াত চন্দননগরের প্রাক্তন বিধায়ক
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, ‌হুগলি:‌ প্রয়াত চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা চন্দননগরের প্রাক্তন মেয়র অশোক সাউ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। বুধবার ভোরে আবার অসুস্থ হলে তাঁকে চন্দননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি প্রথমে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ১৯৮১ সালে কাউন্সিলর এবং পরে ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত চন্দননগর পুর নিগমের মেয়রের দায়িত্বভার সামলেছেন। গত ২০১০ সাল থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত হওয়ার পর ফের মেয়র হন। পরবর্তী সময়ে ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত চন্দননগর বিধানসভায় বিধায়ক নির্বাচিত হন। একই সঙ্গে তিনি বিধায়ক এবং মেয়র পদের দায়িত্ব সামলেছেন। পেশায় তিনি একজন আইনজীবী ছিলেন। বর্তমানে তার একমাত্র পুত্র শুভজিৎ সাউ ও পুত্রবধূ ঋতুপর্ণা চন্দননগর পুর নিগমের কাউন্সিলর। এদিন অশোক সাউয়ের মৃত্যু সংবাদ পেয়ে চন্দননগরের ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন বর্তমান মেয়র রাম চক্রবর্তী। বুধবার বিকেলে মরদেহ হাসপাতাল থেকে বের করা হবে বলে জানান রাম বাবু।
  • Link to this news (আজকাল)