• ‌বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য অধীরকেই দুষলেন অভিষেক ...
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলায় কংগ্রেসের সঙ্গে জোট না হওয়ার জন্য অধীর চৌধুরিকেই দুষলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। বুধবার রঘুনাথগঞ্জে জনসভা ছিল অভিষেকের। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জনসভায় অভিষেক বলেন, ‘‌কংগ্রেস জোট নিয়ে আলোচনা ঝুলিয়ে রেখেছিল। একদিকে দিল্লিতে বলা হচ্ছিল জোটের কথা। অন্যদিকে বাংলায় অধীর চৌধুরি বৈঠক করছিলেন মহম্মদ সেলিমের সঙ্গে।’‌ এরপরই অভিষেকের কটাক্ষ, ‘‌বাংলায় বিজেপির বি টিম হিসেবে কাজ করছে কংগ্রেস ও সিপিএম।’‌ পাশাপাশি তাঁর দাবি, ‘‌বিজেপির সঙ্গে লড়াই করছে একমাত্র তৃণমূল।’‌ দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে অভিষেক এদিন কেন্দ্রের বিজেপি সরকারকে যেমন আক্রমণ করেছেন। তেমনই বলেছেন, ‘‌লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার কথা বলছে এক বিজেপি নেত্রী।’‌ এরপরই সভায় একটি অডিও শোনান অভিষেক। পাশাপাশি বলেন, ‘‌১০০ দিনের টাকা আসছে না। রাজ্য সরকার বারবার কেন্দ্রকে জানিয়েছে টাকা দিন। কিন্তু এই বিষয়ে কংগ্রেস, সিপিএম চুপ ছিল। অধীর চৌধুরি কোনও চিঠি লেখেননি কেন্দ্রকে।’‌ অধীরকে ‘‌ব্রাঞ্চ ম্যানেজার’‌ হিসেবেও কটাক্ষ করেন অভিষেক। সিপিএম–কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগসাজশ প্রসঙ্গে নাম না করে অধীরকে তোপ দেগে অভিষেক বলেন, ‘‌উনি বারবার বলছেন বহরমপুরে এসে লড়াই করুন। একবার বলুন না ডায়মন্ডহারবারে আমার বিরুদ্ধে লড়তে।’‌ এক্ষেত্রে নাম না করে শুভেন্দু প্রসঙ্গ তোলেন। সিপিএমের মহম্মদ সেলিমকে ‘‌পরিযায়ী’‌ নেতা বলেও কটাক্ষ করেন অভিষেক। জনসভার পর এদিন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের সমর্থনে রোড শো করার কথা রয়েছে অভিষেকের। 
  • Link to this news (আজকাল)