• তোয়ালে চুরি পূর্ব রেলে, প্রতিদিন গড়ে লোকসান ৮০ হাজার টাকা...
    আজকাল | ২৪ এপ্রিল ২০২৪
  • তীর্থঙ্কর দাস: প্রতিদিন বিচিত্র ঘটনার সম্মুখীন হয়ে চলেছে পূর্ব রেল। এবার তোয়ালে চুরির অভিযোগ যাত্রীদের বিরুদ্ধে। পূর্ব রেলের বাতানুকুল শ্রেণির যাত্রীদের মধ্যে গড়ে দৈনিক ১,০০০ জন রেলের বেড রোল কিটের সঙ্গে দেওয়া তোয়ালে নিয়ে চলে যাচ্ছেন। প্রতিটি তোয়ালের মূল্য ৮০ টাকা। প্রতিদিন গড়ে ৮০ হাজার টাকার লোকসান গুণতে হচ্ছে পূর্ব রেলকে। রেলের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩–২৪ আর্থিক বছরে তোয়ালে চুরি গেছে ৩ লক্ষ ৮ হাজার ৫০৫টি। ২০২৩–২৪ আর্থিক রেলের ক্ষতি ২ কোটি ৪৬ লক্ষ ৮০ হাজার ৪০০ টাকা। যাত্রীদের এই আচরণে বিরক্ত ভারতীয় রেল। সুবিশাল ওয়াশিং মেশিনে পরিষ্কার করে কাচা তোয়ালে, বালিশের কভার বা হ্যান্ড তোয়ালে ভাঁজ করে ব্রাউন পেপারের প্যাকেটে ভরে পূর্ব রেল ভেন্ডারের মাধ্যমে তুলে দেয় ট্রেনের বাতানুকূল কামরায়। দৈনিক ২ কোটি ৬৯ লক্ষ ৭৯ হাজার প্যাকেট দেওয়া হয় পূর্ব রেলের এসি কোচের দূরপাল্লার ট্রেনে। রেলের প্রশ্ন, যিনি তিন থেকে ছয় টাকার টিকিট কেটে বাতানুকুল কামরায় সফর করছেন, তার কাছ থেকে একটা ৮০ টাকার তোয়ালের জন্য এই আচরণ সত্যিই দুঃখজনক। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র আজকাল ডট ইনকে জানিয়েছেন, এই ধরনের নিন্দনীয় আচরণ যদি সহযাত্রীদের চোখে পড়ে তাহলে তারা যেন প্রতিবাদ করেন।
  • Link to this news (আজকাল)