• নজরে মুর্শিদাবাদ; 'মানুষ প্রকৃত গদ্দারকে চিনে ফেলেছে', অধীরকে নিশানা অভিষেকের...
    ২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাংলায় কেন ইন্ডিয়া জোট নয়? মুর্শিদাবাদে প্রচারে গিয়ে এবার অধীর চৌধুরীকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'মানুষ প্রকৃত গদ্দারকে চিনে ফেলেছে, যাঁরা এখানে বিজেপি শক্তিশালী করছে'।

    ৭ মে তৃতীয় দফায় ভোট মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে। সঙ্গে মালদা উত্তর ও মালদহ দক্ষিণেও। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। তাঁর সমর্থনের রঘুনাথপুরে প্রচারে সারলেন অভিষেক। কবে? আজ, বুধবার।জনসভায় অভিষেক বলেন, 'একদিকে মহারাষ্ট্র, দিল্লি এবং অন্যন্য় জায়গায় দিদির পাশে বসে বিজেপিকে সরানোর পরিকল্পনা করছেন সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধী, অন্যদিকে বাংলায় অধীররঞ্জন চৌধুরী বামেদের মহম্মদ সেলিমকে সঙ্গে নিয়ে দল আর আমাকে আক্রমণ করছে! দিদি ও আমার চেয়েছিলাম, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আসন সমঝোতা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। রাজ্যগুলিতে আঞ্চলিক দলগুলি শক্তিশালী।  বিজেপির বিরুদ্ধে তারা লড়ুক'।অভিষেকের আরও বক্তব্য, 'মুম্বইয়ের বৈঠকে সোনিয়া গান্ধী বিজেপিকে হারাতে দিদিকে একসঙ্গে লড়াই করার বলেছিলেন। আর ঠিক তখনই  জলপাইগুড়িতে তৃণমূল ও দিদিকে গালাগালি দিচ্ছিলেন অধীররঞ্জন চৌধুরী! মানুষ প্রকৃত গদ্দারকে চিনে ফেলেছে, যাঁরা এখানে বিজেপিকে শক্তিশালী করছে'। ঘটনাটি ঠিক কী? লোকসভা ভোটে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের সঙ্গে ইন্ডিয়া জোটে যোগ দিয়েছে তৃণমূল। যে জোটের  শরিক কংগ্রেসও। কিন্তু বাংলায় ২ দলের মধ্যে আসন সমঝোতা হয়নি। ৪২ আসনে একাই লড়ছে তৃণমূল।
  • Link to this news (২৪ ঘন্টা)