• Lok Sabha Election 2024 | Bishnupur: ‘আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না...', কংগ্রেসের আক্রমণের মুখে বাম নেতৃত্ব
    ২৪ ঘন্টা | ২৪ এপ্রিল ২০২৪
  • মৃত্যুঞ্জয় দাস: বিষ্ণুপুর লোকসভায় সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। লোকসভা নির্বাচনের আগেই মান-অভিমান দুই দলের। সিপিআইএম-কে কটাক্ষ করে কংগ্রেসের দাবি, ‘আমাদের তো মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদের আহ্বান না করলে চলে যাব’। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের কর্মী সমর্থক নেই বললেই চলে এমনটাই পাল্টা দাবি সিপিআইএম প্রার্থীর।২০২৪ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য নেতৃত্বরা। যে কারণেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থী দেয়নি। সিপিআইএম-এর প্রার্থী হয়েছেন পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরেই সিপিএম প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই ভোট প্রচার শুরু করেছেন।

    কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় সিপিআইএম-এর ভোট প্রচারে এখনও দেখা মেলেনি কংগ্রেসের পতাকার। কংগ্রেসের কোনও নেতাকর্মীকে এখনও দেখা যায়নি। দাবি, লোকসভা নির্বাচনের আগে দুই দলের মান অভিমানের পালা চলছে।প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জীর দাবি, ‘সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, দেশের গণতন্ত্র রক্ষার জন্য যে লড়াই সেই লড়াইতে বামফ্রন্ট এবং অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে আসন সমঝোতাই বলুন বা জোট বলুন সেটা তো একতরফা হয় না’।তিনি আরও বলেন, ‘আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিআইএম-কে সঙ্গে নিয়ে। কিন্তু জেলা স্তরে যদি সিপিআইএম আমাদের আহ্বান না করে তাহলে কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, নেতৃত্ব যারা রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। আমাদের আহ্বান করলে আমরা অবশ্যই যাবো’।কংগ্রেসের এই মান অভিমান নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত জানান, ‘এই বিষয়টা আমাদের জেলা নেতৃত্ব দেখেন। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, কংগ্রেসের জেলা নেতৃত্বেরও একই দায়িত্ব রয়েছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি তাদের উচিত কর্মী সমার্থক যা আছেন তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা’।তবে কংগ্রেস এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে দাবি সিপিআইএম প্রার্থীর। তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের সংগঠন সেভাবে নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। আলোচনা করেও কিছু হবে না। তবে বিষয়টি জেলা নেতৃত্বকে জানানো হবে বলে জানিয়েছেন তিনি। 
  • Link to this news (২৪ ঘন্টা)