• 'আমাকে মারার পরিকল্পনা করেছিল,' রাজারামকাণ্ডে মুখ খুললেন অভিষেক
    এই সময় | ২৪ এপ্রিল ২০২৪
  • তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসের সামনে রেইকি চালানোর অভিযোগে ইতিমধ্যেই মুম্বই থেকে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এবার সেই বিষয়ে মুখ খুললেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে প্রচার সভা থেকে এই বিষয়ে মুখ খোলেন তিনি। একইসঙ্গে নাম না করে এদিন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও নিশানা করেন অভিষেক।অভিষেক বলেন, 'প্রথম দফায় ভোট হয়েছে ১৯ তারিখ, দ্বিতীয় দফায় ভোট হয়েছে ২৬ তারিখ, তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও মালদায় ভোট ৭ তারিখ। প্রথম দফায় আমরা ঘাড় ভেঙেছি, দ্বিতীয় দফায় মাথা ভাঙব, আর তৃতীয় দফায় কোমর ভাঙার কাজটা বহিরাগতদের আপনাদের করতে হবে, আপনাদের কাঁধে নিতে হবে। বাকিটা আমরা বুঝে নেবে।'

    এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'ইডি - সিবিআইকে লাগিয়েছিল আমার পিছনে। আমায় কখনও দিল্লিতে ডেকেছে, কখনও কলকাতায় ডেকেছে, এমনকী আমার স্ত্রী, আমার বয়স্ক বাবা মাকেও ছাড়েনি। সবাইকে ডেকেছে, সবাইকে হেনস্থা করেছে। পরবর্তীকালে আমি যাতে মিটিং না করতে পারি, আমার হেলিকপ্টারে পর্যন্ত রেইড করেছে ইনকাম ট্য়াক্সকে দিয়ে। আর দু'দিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল, সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরেছে। আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই, আমি মানুষের জন্য কাজ করার লোক, আমি মানুষের সর্বক্ষণের কর্মী। মানুষের আশীর্বাদ যদি থাকে, মানুষের সমর্থন যদি থাকে, তাহলে পৃথিবীর কোনও শক্তি আমার কেশাগ্র স্পর্শ করতে পারবে না, এই বিশ্বাস আমি রাখি।'

    ...দু'দিন আগে আমাকে মারার পরিকল্পনা করেছিল, সেটাও কলকাতা পুলিশ হাতেনাতে ধরেছে। আমি আমার প্রাণ নিয়ে চিন্তিত নই, আমি মানুষের জন্য কাজ করার লোক, আমি মানুষের সর্বক্ষণের কর্মী।অভিষেক বন্দ্যোপাধ্যায়

    প্রসঙ্গত, চলতি সপ্তাহের গত সোমবার বিষয়টি প্রথমবারের জন্য সামনে আনে কলকাতা পুলিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং তাঁর অফিস রেইকি করার অভিযোগে মুম্বই থেকে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানান কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুলীধর শর্মা। পুলিশের তরফে জানান হয়, গত ১৮ এপ্রিল কলকাতায় আসেন রাজারাম। কলকাতার একটি হোটেলে ভাড়া নিয়েছিলেন রুম। হোটেলে রুম ভাড়া নেওয়ার সময়ে নিজেকে একটি রাজনৈতিক দলের বড় নেতার ঘনিষ্ঠ বলে পরিচয় দিয়েছিলেন তিনি। বিষয়টি নিয়ে তদন্তে নেমে, মুম্বই থেকে রাজারাম রেগেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ২০ তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ-কে ফোন করেন রাজারাম। মেসেজও করেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎও করতে চান তিনি। যদিও শেষ পর্যন্ত অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করে উঠতে পারেননি রাজারাম।
  • Link to this news (এই সময়)