মঙ্গলবারই এক বিজেপি কর্মীকে জড়িয়ে ধরে ‘সৌজন্যতার’ পাঠ দিয়েছেন দেব। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে চেঁচিয়ে ওঠা কর্মীকে জড়িয়ে ধরেন তিনি। সেরকমই, বালুরঘাটের এক সভা থেকে বিজেপি প্রার্থী তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে সৌজন্যতার খাতিরে ‘শুভেচ্ছা’ জানান তিনি। দেব সুকান্ত মজুমদারকে জেতার আগাম শুভেচ্ছা জানিয়েছেন, এমন ভাবনায় এক্স হ্যান্ডেলে মতামত দেন বিজেপি মুখপাত্র অমিত মালব্য। পালটা, বাংলা ভাষা শেখার আবেদন জানিয়ে অমিত মালব্যকে খোঁচা দেবের।বালুরঘাটে একটি জনসভা এবং রোড শো করতে যান ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। সেখানে মন্তব্যে বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘আমার অনেক বন্ধু-বান্ধব আছে যাঁরা বিজেপিতে আছেন, তাঁদের মধ্যে একটা নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্ত দা’কে শুভেচ্ছা।’ এরপরেই দেব বলেন, ‘রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, মানুষ জনকে ভালোবাসবে-বিশ্বাস করবে তাঁরই যেন জয় হয়। এই মঞ্চ থেকে সুকান্ত মজুমদারকে অনেক অনেক শুভেচ্ছা রইল।’ ভোটের আগে বিরোধী প্রার্থীকে সৌজন্যতার খাতিরে শুভেচ্ছা জানান তিনি।
তবে, বালুরঘাট কেন্দ্র থেকে সুকান্ত মজুমদারের জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে শুভেচ্ছা জানিয়েছেন দেব, এমন ভাবনায় এক্স হ্যান্ডেলে একটি মতামত প্রকাশ করেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও মুখপাত্র অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘তৃণমূলের পরাজয় আরও স্পষ্ট হচ্ছে যখন তাঁদের ঘাটাল প্রার্থী এবং তারকা প্রচারক দীপক অধিকারী বালুরঘাট থেকে তার আসন্ন জয়ের জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে অভিনন্দন জানিয়েছেন।’ তৃণমূলকে খোঁচা দিয়ে অমিতের বক্তব্য, ‘মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ ভোটারদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এবং তাঁর নেতারা ডুবন্ত জাহাজ ছেড়ে দিচ্ছেন।’
ভোটের আগে শুভেচ্ছা জানানোর বিষয়টিকে ভোটে জেতার জন্য শুভেচ্ছা বলে মত ব্যক্ত করেন অমিত মালব্য। অমিত মালব্যর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা খোঁচা দেন দেব। এক্স হ্যান্ডেল তিনি পালটা লেখেন, ‘সুকান্ত দা, একটু তোমার নেতাদের বোঝাও, বাংলা টা শেখাও সৌজন্য কাকে বলে। আসলে ওনার কোনও দোষ নেই, উনি বাংলা ভাষাটা বোঝেন না, হিন্দিতে বললে হয়ত বুঝত। একটু বুঝিও আমি কী বলতে চেয়েছি।’ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ট্যাগ করে খোঁচা দেব। এরপরে দেব আরও লেখেন, ‘২৬শে এপ্রিল ভোট। আবার একবার শুভেচ্ছা, তোমাকে আর তোমার দল কে এবং তোমার দলের কর্মীদের।’