KKR CEO Breaks Silence: ২৫ কোটি স্টার্ককে নিয়ে কি বড় ভুল হল! আর চুপ নন ভেঙ্কি মাইশোর, ঝড় তুললেন KKR CEO
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ এপ্রিল ২০২৪
KKR CEO Venky Mysore:
দুবাইয়ে ২০২৪ সালের আইপিএল নিলামে তিনি কেকেআরের প্রতিনিধিত্ব করেছিলেন। তার আগে সদ্যসমাপ্ত একদিনের ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যেখানে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। নিলামে তাই স্টার্ককে নিতে মরিয়া ছিলেন কেকেআর প্রতিনিধি ভেঙ্কি মাইশোর। অর্থের কোনও পরোয়া করেননি। ২৪.৭৫ কোটি টাকা দিয়ে চুক্তিবদ্ধ করেছিলেন অস্ট্রেলিয়ান স্টার্ককে। যা আইপিএল নিলামের ইতিহাসে রেকর্ড গড়েছে।