সাহারা মরুভূমি থেকে ধুলো বয়ে নিয়ে আসা শক্তিশালী বাতাস মঙ্গলবার রাজধানী এথেন্স সহ গ্রিসের বড় অংশের আকাশকে কমলা করে তুলেছে। এটি বায়ুর গুণমানকে খারাপ করেছে এবং তাপমাত্রা বৃদ্ধি করেছে। , এই পরিস্থিতি ২০১৮ সালের পর সবচেয়ে খারাপ ঘটনাগুলির মধ্যে একটি বলে সেদেশের প্রশাসন জানাচ্ছে।