Ranbir kapoor: কড়া প্রশিক্ষণের আওতায় রণবীর, রাম হতে আর কী কী বলিদান দিতে হবে তাঁকে?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ এপ্রিল ২০২৪
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর, রণবীর কাপুর
নিতেশ তিওয়ারির রামায়ণে
ভগবান রামের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তুত হচ্ছেন। অভিনেতা
সন্দীপ রেড্ডি ভাঙ্গার অ্যানিমাল পার্কের জন্যও প্রস্তুতি নিচ্ছেন, যা
২০২৩ সালের ব্লকবাস্টারের সিক্যুয়াল। স্বাভাবিকভাবেই, রণবীর এই ভূমিকাগুলির জন্য জিমে ঘাম ঝরিয়েছেন। সেলিব্রিটি ফিটনেস প্রশিক্ষক শিবোহাম তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতার ফিটনেস যাত্রার ঝলক শেয়ার করেছেন।