Sehwag Trolls Adam Gilchrist: ভারতীয়রা বড়লোক, গরিব দেশে ক্রিকেট খেলতে যায়না! গিলক্রিস্টকে অপমান করে বিস্ফোরক শেওয়াগ
ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ এপ্রিল ২০২৪
Indians Are Rich People, We Don’t Go To Poor Countries:
ভারতীয়রা ধনী। আমরা গরিব দেশে যাই না। অ্যাডাম গিলক্রিস্টকে এই ভাষাতেই কটাক্ষ করলেন কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ। উপস্থিত বুদ্ধি, আর আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য শেহবাগ ক্রিকেট দুনিয়ায় বিশেষ পরিচিত। এক পডকাস্টে শেহবাগের সেই উপস্থিত বুদ্ধির প্রমাণ মিলল। এই পডকাস্টে শেহবাগ কটাক্ষের সুরে কার্যত ধুয়ে দিয়েছেন তাঁর একসময়ের প্রতিপক্ষ অ্যাডাম গিলক্রিস্টকে।