• কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে ধাক্কা, নতুন ক্রেডিট কার্ড ইস্যুতে নিষেধাজ্ঞা RBI-এর
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ২৫ এপ্রিল ২০২৪
  • কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই)। আরবিআই বুধবার কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে অবিলম্বে নতুন ক্রেডিট কার্ড ইস্যু করা বন্ধ করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি অনলাইন ও মোবাইল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে নতুন গ্রাহক যোগে বিধিনিষেধ আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

    কেন্দ্রীয় ব্যাঙ্ক কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের আইটি সিস্টেমে ত্রুটি খুঁজে পেয়েছিল। এ বিষয়ে ব্যাঙ্কের কাছ থেকেও উত্তর চাওয়া হয়েছিল, যার উত্তর আরবিআইয়ের কাছে সন্তোষজনক মনে হয়নি। ২০২২-২৩ সালের আইটি তদন্তের পরে রিজার্ভ ব্যাঙ্ক এই পদক্ষেপ নিয়েছে।

    কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবসা মোট ব্যবসার প্রায় ৩.৮ শতাংশ। দেশের মোট ক্রেডিট কার্ডের বাজারে ব্যাংকটির শেয়ার রয়েছে প্রায় চার শতাংশ।

    উল্লেখ্য,কোটাক মাহিন্দ্রা ফাইন্যান্স ২০০৩ সালে ব্যাঙ্কিং লাইসেন্স পেয়েছিল। এটিই প্রথম এনবিএফসি যাকে ব্যাঙ্কে রূপান্তরিত করা হয়েছিল। এর আগে ২০২০ ডিসেম্বরে, কেন্দ্রীয় ব্যাংক এইচডিএফসি ব্যাংককে বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)