• বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, ব্যস্ত সময়ে যানজটে দুর্ভোগ
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোরবেলায় ঘটা দুর্ঘটনার জেরে দীর্ঘ সময় দুর্ভোগ পোহাতে হল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে যাওয়া যাত্রীদের। দুটি লরির সংঘর্ষের জেরে সকাল থেকে বন্ধ থাকল শহরতলির গুরুত্বপূর্ণ এই সড়ক। আজ ভোরে আচমকাই একটি ট্রলার রাস্তার সামনে চলে আসায় খুব জোরে ব্রেক কষে দাঁড়িয়ে যায় একটি লরি। তখন পিছনে থাকা আরএকটি লরি সেটিতে ধাক্কা মারে। সেই ধাক্কায় দুটি লরিই ছিটকে গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। এর ফলে এয়ারপোর্টমুখী লেনটি পুরোপুরি অবরুদ্ধ হয়ে যায়। পরপর দাঁড়িয়ে যায় বাকি গাড়িগুলিও। এরফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে। দক্ষিণেশ্বরমুখী লেন দিয়ে যান চলাচল জারি রাখা হয়। দীর্ঘ সময় ধরে এই অবস্থা বজায় ছিল। পুলিস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও ট্রাফিকের গতি ধীর হয়ে যায়। দীর্ঘক্ষণ পর স্বাভাবিক হয় যান চলাচল।
  • Link to this news (বর্তমান)