• ৭-৮-৯ এই মাপ এবার অচল, ভারতের জন্য নতুন জুতোর মাপ 'ভ'!
    ২৪ ঘন্টা | ২৫ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জুতোর সাইজ নিয়ে কম-বেশি সকলেরই অভিযোগ লেগেই থাকে। পায়ের মাপের ঠিক জুতো ঠিকঠাক না হলেই সমস্যা। আর এই সমস্যা ভারতীয়দের একটু বেশি দেখা যায়। আমরা সাধারণত আন্তর্জাতিক মাপের জুতোই ব্যবহার করি। সেই সমস্যার সমাধান চলে এসেছে, এবার জুতোর নম্বর পরিবর্তন হয়ে যেতে পারে।আমেরিকান বা ইউরোপীয় সাইজের জুতো বেশিরভাগ দোকানে পাওয়া যায়। বিদেশের মানুষের চেয়ে ভারতীয়দের পায়ের পাতা চওড়ায় বেশি হয়। তাদের UK, US মাপের জুতো হয়। প্যান ইন্ডিয়া সম্প্রতি ভারতীয় পায়ের মাপের উপর সমীক্ষা করেছে। ভারতকে প্রতিনিধিত্ব করার জন্য 'Bha' (ভ) নামকরণের প্রস্তাব করেছে।

    সমীক্ষায় প্রাথমিক অনুমান ছিল যে, ন্যূনতম পাঁচরকমের জুতোর সাইজ লাগে ভারতীয়দের জন্য়। সমীক্ষার আগে, মনে করা হয়েছিল যে উত্তর-পূর্ব ভারতীয়দের গড় পায়ের সাইজ ভারতের বাকি অংশের তুলনায় ছোট। শুধু তাই নয়, ডিসেম্বর ২০২১ থেকে মার্চ ২০২২-এর মধ্যে একটি সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষাটি ৫ টি ভৌগলিক অঞ্চলের ৭৯টি স্থানে ১ লাখের বেশি মানুষদের উপর করা হয়েছিল। শুধু তাই নয়, সেখানে গড় ভারতীয় পায়ের আকার, মাত্রা এবং গঠন বোঝার জন্য 3D ফুট স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছিল।সেই সমীক্ষায় দেখা গিয়েছিল, একজন গড় ভারতীয় মহিলায় পা ১১ বছর অবধি বাড়ে। অন্যদিকে একজন ভারতীয় পুরুষের পা ১৫ থেকে ১৬ বছর অবধি বাড়ে। বেশিরভাগ পুরুষেরা জুতোর ফিতে শক্ত করে বাঁধে। যার ফলে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে। পায়ে ব্যথা হয়, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও দেখা দেয়। এখন জরিপ থেকে প্রাপ্ত বিশাল তথ্যের একটি পরিসংখ্যানগত বিশ্লেষণ উপসংহারে পৌঁছেছে। যেখানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে  একটি একক জুতা আকারের সিস্টেম তৈরি করা যেতে পারে।ব্রিটিশরা ভারতের স্বাধীনতার আগে ভারতে যুক্তরাজ্যের আকারের জুতো চালু করেছিল। এটি অনুসারে, একজন গড় ভারতীয় মহিলা ৪ থেকে ৬ এর মধ্যে এবং গড় পুরুষ ৫ থেকে ১১ এর মধ্যে সাইজের জুতো পরেন।নতুন 'Bha' পদ্ধতিতে জুতোর আটটি মাপের উল্লেখ রয়েছে। বয়স অনুযায়ী জুতোর মাপ নেওয়া হবে।

    ১. ১ নম্বর সাইজ- ০ থেকে ১ বছর

    ২ নম্বর সাইজ- ১ থেকে ৩ বছর

    ৩ নম্বর সাইজ- ৪ থেকে ৬ বছর

    ৪ নম্বর সাইজ- ৭ থেকে ১১ বছর

    ৫ নম্বর সাইজ- ১২ থেকে ১৩ বছর (মেয়ে)

    ৬ নম্বর সাইজ- ১২ থেকে ১৪ বছর (ছেলে)

    ৭ নম্বর সাইজ- ১৪ থেকে তার উপরে (মহিলা)

    ৮ নম্বর সাইজ- ১৫ থেকে তার উপরে (পুরুষ) 
  • Link to this news (২৪ ঘন্টা)