• ‘‌রাহুল গান্ধী কি নিজেকে কোনও মাওবাদী নেতা ভাবেন?’‌ আক্রমণ করলেন দেবেগৌড়া
    হিন্দুস্তান টাইমস | ২৫ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব ২৬ এপ্রিল। মাঝে আর একটা দিন। তাই জোরদার প্রচার চলছে সারা দেশে। আজ, বুধবার ‘সম্পত্তির পুনর্বণ্টন’ বিতর্কে এবার রাহুল গান্ধীকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া। রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা করে কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার নিয়েই তোপ দাগলেন দেবেগৌড়া। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। ‘সম্পত্তির পুনর্বণ্টন’ বিতর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী মনে করেন, এসব করে আসলে কংগ্রেস তাঁদেরই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও বং মনমোহন সিংয়ের অপমান করছে। হঠাৎ কেন এমন লিখতে গেলেন মোদী–মনমোহনের পূর্বসূরি?‌ তা স্পষ্ট নয়।

    ঠিক কী লিখেছেন দেবেগৌড়া?‌ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রাক্কালে কংগ্রেস এবং রাহুল গান্ধীকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এইচডি দেবেগৌড়া। এক্স হ্য়ান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‌রাহুল গান্ধী এখন চাইছেন সম্পত্তির সমীক্ষা করতে এবং সম্পত্তির পুনর্বণ্টন করতে। তিনি কি নিজেকে কোনও মাওবাদী নেতা ভাবেন? তিনি কি কোনও বিপ্লব আনার স্বপ্ন দেখছেন?’‌ রাহুল গান্ধীকে মাওবাদী নেতা বলে আক্রমণ করার জেরে জোর চর্চা শুরু হয়েছে। যদিও কংগ্রেস এই বিষয়টিতে তেমন পাত্তা দিতে চায়নি। তাই কেউ কোনও মন্তব্য করেননি।

    আরও পড়ুন:‌ দ্বিতীয় দফার প্রচার শেষ, কংগ্রেস–বিজেপি কার গ্যারান্টিতে আস্থা রাখবে মানুষ?‌ জানুন

    কেন এমন লিখলেন দেবেগৌড়া?‌ কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার তো অনেক আগেই প্রকাশ হয়েছে। তাহলে প্রথম দফার নির্বাচনের আগে কেন দেবেগৌড়া এই কথা বললেন না?‌ দ্বিতীয় দফার নির্বাচনের প্রাক্কালে কেন এমন আক্রমণ? উঠেছে প্রশ্ন। আসলে দ্বিতীয় দফায় রাহুল গান্ধীর প্রতিদ্বন্দিতা করার কথা। তাই আগাম আক্রমণ করে বসলেন দেবেগৌড়া বলে মনে করা হচ্ছে।‌ কংগ্রেস নির্বাচনী ইস্তেহারে যে প্রতিশ্রুতির কথা তুলে ধরেছে সেটা নিয়েও কটাক্ষ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘যে দল সম্পূর্ণ নিশ্চিত থাকে তারা ক্ষমতায় আসবে না, একমাত্র তারাই এরকম প্রতিশ্রুতি দিতে পারে।’

    আর কী জানা যাচ্ছে?‌ এই নির্বাচনে দেবেগৌড়া একটু অন্য ছকে খেলতে চাইছেন। তাই এমন মন্তব্য করেছেন। এই মন্তব্য করে কংগ্রেসের ভোট কেটে বিজেপির সুবিধা করতেই প্রাক্তন প্রধানমন্ত্রীর এমন আক্রমণ বলে মনে করছে কংগ্রেস। এক্স হ্যান্ডেলে আজ বুধবার দেবগৌড়া লেখেন, ‘সম্পত্তির পুনর্বণ্টন ইস্যুতে প্রকৃতপক্ষে রাহুল গান্ধী কংগ্রেসের দুই প্রাক্তন প্রধানমন্ত্রীকেই অপমান করছে। যাঁরা একসময় বাজার সংস্কার করে দেশের সম্পদ বাড়িয়েছিলেন। রাহুল পরোক্ষভাবে বোঝাতে চাইছেন, কংগ্রেসের ওই দুই প্রাক্তন প্রধানমন্ত্রী ভুল কাজ করেছিলেন।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)