• ইউক্রেনকে ৬ হাজার ১০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজ দিচ্ছে আমেরিকা
    বর্তমান | ২৫ এপ্রিল ২০২৪
  • নয়াদিল্লি: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জন্য মোটা অঙ্কের আর্থিক সাহায্য অনুমোদন করল মার্কিন সেনেট। মঙ্গলবার ৬ হাজার ১০০ কোটি ডলারের আর্থিক প্যাকেজটি পাস হয়েছে। ইউক্রেন ভূখণ্ডে রুশ সেনা আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকার কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদামির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘সংশ্লিষ্ট বিলটি বুধবার আমার কাছে এলেই তাতে সই করে দেব। চলতি সপ্তাহে ইউক্রেনে যত দ্রুত সম্ভব অস্ত্রশস্ত্র ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পাঠানো শুরু হবে।’ জানা গিয়েছে, সেনেটে একাধিক রিপাবলিকান সদস্যের আপত্তিতেই ইউক্রেনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণায় মাসকয়েক দেরি হল। সেই সুযোগে জেলেনস্কির দেশে রাশিয়া তাদের আধিপত্য বিস্তার করেছে। তাই, এবার বাইডেন প্রশাসনের লক্ষ্য, যত দ্রুত সম্ভব ইউক্রেনে সামরিক সাহায্য পৌঁছে দেওয়া। এর আগে ইজরায়েল, তাইওয়ানের মতো সহযোগী দেশগুলির জন্যও ৯ হাজার ৫০০ কোটি ডলারের আর্থিক সাহায্য অনুমোদন করেছিল মার্কিন প্রশাসন। 
  • Link to this news (বর্তমান)